অনাপত্তিপত্র পেয়ে গেছেন। এখন দিল্লি ক্যাপিটালসের একাদশে সুযোগ পেলেই এবারের আইপিএলে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে। একাদশে ফিজের খেলার সম্ভাবনাও বেশি। কারণ, মিচেল স্টার্ক আইপিএল থেকে সরে যাওয়ায় দিল্লিতে এখন মোস্তাফিজই একমাত্র বাঁহাতি পেসার।
মোস্তাফিজের দিল্লির গ্রুপ পর্বে ম্যাচ বাকি তিনটি। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৫ নম্বরে থাকা দিল্লির প্লে-অফে খেলার সম্ভাবনা বেশ ভালোভাবেই আছে।
বাকি তিন ম্যাচ জিতলে অন্য কোনো সমীকরণ ছাড়াই প্লে-অফে খেলবে দিল্লি। সে কারণেই দিল্লির জন্য এই তিনটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচ তিনটি কবে, কাদের বিপক্ষে?